এটা সত্য যে ক্যাম্পেইন ম্যানেজাররা টাকার বিনিময় প্রজেক্ট ম্যানেজ করে; সেটা সিগনেচার ক্যাম্পেইনে হোক আর বাউন্টি ক্যাম্পেইনে হোক। তবে যারা ভালো মানের ক্যাম্পেইন ম্যানেজার বা বাউন্টি ম্যানেজার; তারা কোন প্রজেক্ট হাতে নেওয়ার আগে ভালোমতো রিচার্জ করে নেয়। তাই তাদের প্রজেক্ট এ বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিমুক্ত। তার মানে এই নয় যে, আমরা কোন কিছু বিচার বিবেচনা না করে বিনিয়োগ করবো। মসজিদে যেমন চোর ঢুকতে পারে; তেমনি ক্যাম্পেইন ম্যানেজারের ও কোন ভুল হতে পারে। তাছাড়া 10 জন মানুষ যেমন এক নয়; তেমনি দশটা প্রজেক্ট এক রকম হতে পারে না। কোন একটা প্রজেক্টে কোন সমস্যা হতেই পারে। কাজেই আমাদের উচিত ভালোমতো এনালাইসিস করে বিনিয়োগ করা।
ঠিক বলেছেন। বর্তমানে সমস্যা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার এর অভাব নাই। দেখা যায়, ভালো প্রজেক্ট না হলে ভালো মানের ক্যাম্পেইন ম্যানেজার সেটা যদি লঞ্চ না করে তাহলে অন্য কেউ করছে। আমি নিজেও অনেক প্রজেক্টকে বাদ দিয়েছি। অথচ, ফোরামে অন্য কেউ ওদের বাউন্টি ঠিকই নিয়ে এসেছে। দিন শেষে আমার ইনকাম শুন্য। ওরা কিন্তু ঠিকই ইনকাম করে যাচ্ছে।
কিপ্টকারেছিতে আর আগের মতো পেমেন্ট করে না তার কারন কী.....

কেউ যদি আমাকে বলবেন কোন ক্যাম্পেইন করলে পেমেন্ট করে তাহলে আমি ঐ ক্যাম্পেইন করতাম
বুঝে শুনে বাউন্টিতে অংশগ্রহণ করুন। তাহলে পেমেন্ট পাবেন। কোন ক্যাম্পেইন ম্যানেজারও নিশ্চয়তা দিতে পারবে না পেমেন্ট পাবেন যদি না তারা বাউন্টি পুল এসক্রো করে।
হুম ১০০% টাইট কথা। কেউ তো আপনাকে/আমাকে ৭০% বলতে পারবে না। যে কে/কারা কোন প্রজেক্টে পেমেন্ট করবে।