যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
Coincalendar দিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো। এইগুলোতে সব ধরনের ইভেন্ট খুজে পাবেন। তবে, এইগুলো অনুসরণ করে যদি ট্রেড করেন তাহলে খুবই রিস্কি বলব। এইগুলোতে যেমন লাভ করার সুযোগ থাকে, তার চেয়ে বেশি লস করার চান্স থাকে।
আচ্ছা ভাই যেকোনো ধরনের কয়েনের ইভেন্ট বলতে উনি কি বুঝিয়েছেন এটাই তো আমি বুঝলাম না , উনি কি এয়ার্ড্রপ এর কথা বুঝিয়েছেন , নাকি কোন কয়েনের আইসিও এসব বুঝিয়েছেন। আমি আসলে তার প্রশ্নটাই বুঝিনি। যদি এয়ার্ড্রপ এর ইভেন্ট সম্পর্কে জানতে চায় তাহলে আমি তাকে এয়ার্ড্রপ করতেই না বলব এয়ার্ড্রপ করে আমার মনে হয় না খুব বেশি প্রফিট হয় অঝথা সময় অপচয় শুধু, এয়ারড্রপের পরিবর্তে সে
বাউন্টি করতে পারে। আর কয়েন ক্যালেন্ডার এর কথা তো আপনি বলেই দিয়েছেন এর ইভেন্ট গুলোতে রিক্স থাকবেই।