Post
Topic
Board Other languages/locations
Merits 7 from 6 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 24/04/2022, 05:33:36 UTC
⭐ Merited by Halab (2) ,Teletalk.org (1) ,wtsimis (1) ,Little Mouse (1) ,DVlog (1) ,DdmrDdmr (1)

  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
ধন্যবাদ আপনার এহেন প্রস্তাব এবং কনটেস্ট এর জন্য। আমাদের এইখানে আসলে কিছু কনটেস্ট এর আয়োজন করা যায় সবাইকে একসাথে এক্টিভ করার জন্য। যাই হোক, আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।

প্রথমেই বলে নেই, এগুলো আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কন্টেষ্ট জেতার উদ্দেশ্য করে এই পোষ্ট নয়। তবুও কেউ কিচু জোর করে দিতে চাইলে আমি আবার না করতে পারি না। আমার শরম করে  Grin Grin

প্রতি মাসেই গিভওয়ে

এটা করা সহজ হবে বলে আমার মনে হয় না, তবে আপনারা যারা পাকিস্তান থ্রেড ভিজিট করেন, দেখবেন যে সেখানে প্রতি মাসে ছোট এমাউন্ট এর কিছু গিভওয়ে করা হচ্ছে টপ পোষ্টারদের জন্য।

একটিভিটি কিভাবে বাড়ানো যায়ঃ

আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে আছি, অনেকের লোকাল পোষ্ট কাউন্ট হয় না। সেজন্য লোকালে পোষ্ট করার ইচ্ছে অনেকের নেই বল্লেই চলে। যদি আসলেই সবার ইচ্ছা থাকে আপনার লোকাল থ্রেড কে এগিয়ে নেয়ার। প্রতি ২ দিন এ অন্তত ১ টি পোষ্ট করুন। সিগনেচার ক্যাম্পেইন এর জন্য প্রতিদিন ৩-৪ টি পোষ্ট করার পর আপনার লোকাল থ্রেড এর জন্য ২ দিনে ১ টি পোষ্ট করে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন।

নতুন টপিক আনা

একই ব্যাপারে বার বার পোষ্ট দেখে দেখে আমরা অনেকেই ইন্টারেষ্ট ফিল করি না। যাদের ইংলিশ ভালো এব্ং অন্যান্য বোর্ড গুলোর পোষ্ট আপনারা পড়ে থাকেন, আপনারা অব্শ্যই প্রতিদিন নতুন টপিক দেখে থাকেন। সেই পোষ্ট গুলো এখানে বাংলায় শেয়ার করতে পারেন। নিজে ট্রান্সলেট করে সেই পোষ্ট এর অরিজিনাল লেখকরে নাম এবং টপিক রিংক শেয়ার করে দিবেন যেনো রিপোর্ট না খেতে হয়। এত করে অনেকেই নতুন কিছু শিখতে পারবে। উদাহারনঃ আমি fillippone[/b] এর Stock-to-Flow Model: Modeling Bitcoin's Value with Scarcity এই থ্রেড টি ট্রান্সলেট করেছি, ট্রান্সলেটঃ স্টক-টু-ফ্লো মডেল: অভাবের সাথে বিটকয়েনের ÷। এটা ট্রান্সলেট করার আগে আমি স্টক টু ফ্লো মডেলের কিছুই বুঝতাম না। এটা ট্রান্সলেট করতে গিয়েই মূলত এই ব্যাপারে আমি জানতে পেরেছি।

পোষ্ট কোয়ালিটি বাড়ানো

এটা হচ্ছে সবচাইতে বেশি জরুরী। আমি যখন পোষ্ট গুলো দেখি, মেরিট দেয়ার মতো পোষ্ট খুজে পাই না। বেশিরভাগ পোষ্ট গুলো হচ্ছে, জি ভাই, পাশে থাকবেন টাইপের পোষ্ট। যারা ১-২ লিাইনের পাষ্ট করেন তাদের বলতে চাই, দয়া করে সকল পোষ্ট এ সহমত জানানোর দরকার নেই। আপনার ব্যাক্তিগম মতামত মেয়ার করূন। কোনো কিছু না বুঝতে পারলে প্রশ্ন করুন। কোনো কিছু ভূল মনে হলে গঠনমূলক সমারোচনা করূন।

শেষ কথাঃ আমি এই ফোরামে রেজিষ্ট্রেশন করেছি ২০১৭ সালে। কিন্তু একটিভ ছিলাম না। আমি এখানে রিটার্ন করেছি খুব বেশিদিন হয়নি। আমি একটিভ হওয়ার পর আমার প্রথম ১০০ মেরিট পেতে সময় লেগেছে ৩৪ দিন। যারা ভাবছেন মেরিট পাচ্ছি না, পোষ্ট করে কি হবে? সত্তি বলছি ভাই, আমি প্রতিদিন থেড চেক করি মেরিট দেয়ার জন্য। সেরকম পোষ্ট পেলে মেরিট শেয়ার করবো।