আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে আছি, অনেকের লোকাল পোষ্ট কাউন্ট হয় না। সেজন্য লোকালে পোষ্ট করার ইচ্ছে অনেকের নেই বল্লেই চলে। যদি আসলেই সবার ইচ্ছা থাকে আপনার লোকাল থ্রেড কে এগিয়ে নেয়ার। প্রতি ২ দিন এ অন্তত ১ টি পোষ্ট করুন। সিগনেচার ক্যাম্পেইন এর জন্য প্রতিদিন ৩-৪ টি পোষ্ট করার পর আপনার লোকাল থ্রেড এর জন্য ২ দিনে ১ টি পোষ্ট করে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন।
ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যথেষ্ট ধারণা না থাকা এবং র্যাংক বাড়ানোকে খুব কঠিন মনে করার কারণে মূলত কোয়ালিটি পোস্ট কারা বিষয়ে আগ্রহ কম দেখা যায়। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি ছাড়াও অন্যান্য বিষয়ে এই বিষয়ে পোস্ট করার অনুমতি থাকলে অনেকেই তাদের জানাশোনা টপিকগুলোর উপর পোস্ট করতো। যেমন: অনেকে হয়ত ইকোনমিক, পলিটিক্স, টেকনোলজি( নন-ক্রিপ্টো), ইন্টারনেট ইত্যাদি। আমি জানিনা এইসব বিষয়ে এই থ্রেডে পোস্ট করা অনুমোদিত কিনা বা পোস্ট করলেও সেটা থ্রেডে থাকবে কিনানা। কারণ যতদূর মনে হচ্ছে থ্রেডটি সেল্ফ মোডারেট করা। এই বিষয়ে অভিজ্ঞদের মতামত চাচ্ছি।