আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।
আমার মনে হয় না এতটাও কঠোর হবে । আর জনপ্রিয়তার কথা যদি বলেন আমার মনে হয়না এটাও কমবে বরং আরও বাড়তে পারে যে হাইপ উঠেছে এটা কে নিয়ে । কিন্তু বিষয়টা আরেকটু কমার্শিয়াল এর দিকে যাচ্ছে । কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে। যাই হোক সময় বলে দিবে এই পাগলাটে ইলন মাস্ক কি করে