Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 07/05/2022, 15:23:16 UTC

অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারলেও ডজকয়েন সম্পর্কে বেশি জানতে পারবে, কারণ ইলন মাস্ক বেশিরভাগ সময়ই ডজকয়েন নিয়ে কথা বলে থাকে। আর এটির ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যেমন ভালো দিক হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবে, এতে অনেকেই এটি নিয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও বৃদ্ধি হবে। খারাপ দিক হলো, যারা সাধারণত শুধুমাত্র ইলন মাস্কের টুইটের ভিত্তিতে ফোমো করবে, তারা ক্রিপ্টোকারেন্সির আসল ব্যবহার/উপকারীতা সম্পর্কে জানতেই পারবে নাহ এবং তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি খারাপ মতামত/মনোভাব তৈরি হবে।  Wink

আমি আপনার সাথে একমত আছি যে ইলন মাস্ক শুধু Doge coin  কে প্রমোট করার চেষ্টা করবে .  আর এটা সবাই আগে থেকেই করে রেখেছিল . আর আপনি যে খারাপ দিকটার কথা বললেন এটা অলরেডি হয়ে আসছে অনেকেই এলন মাস্কের টুইট বার্তা অনুযায়ী ইনভেস্ট করে থাকে আমার চেনাজানা অনেকেই আছে যে ইলন মাস্ক কে তার ক্রিপ্টোকারেন্সি আইডল হিসেবে মানে .  আমি আসলে ইলন মাস্ক অতটা ভরসা করতে পারিনা  তার কথার কিছু ভরসা নেই  , এ আরো মার্কেটে এসে মার্কেট এব্রোছেব্রো করে দেয় ।
আমি সুফল বয়ে নিয়ে আসবে বলতে বুঝিয়েছি এটির আরো প্রসার ঘটবে ।  যেটা আপনি অলরেডি বলে দিয়েছেন ।