Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 07/05/2022, 06:22:13 UTC
আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।

টুইটার থেকে বট/জম্বি একাউন্টগুলো সরানোর জন্য ইলন মাস্ক হয়তো ডজকয়েনকে ব্যবহার করবে এবং অনেকে অন্য ব্যবহারকারীর একাউন্টকে বট/জম্বি একাউন্ট হিসেবে রিপোর্ট করে থাকে, কিন্তু অনেক সময় সেগুলো আসল ব্যবহারকারীর একাউন্ট হয়ে থাকে। এমন রিপোর্ট প্রদানকারীদের শাস্তি হিসেবে ডজকয়েন কেটে নিবে। এমনটা প্রস্তাব করেছিলেন মার্ক কুবেন এবং ইলন মাস্ক সেটিতে সহমতও প্রদান করেছিলেন। তাই এমন কিছু হলে আমিও অবাক হব নাহ।  Grin


কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে। যাই হোক সময় বলে দিবে এই পাগলাটে ইলন মাস্ক কি করে 

অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারলেও ডজকয়েন সম্পর্কে বেশি জানতে পারবে, কারণ ইলন মাস্ক বেশিরভাগ সময়ই ডজকয়েন নিয়ে কথা বলে থাকে। আর এটির ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যেমন ভালো দিক হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবে, এতে অনেকেই এটি নিয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও বৃদ্ধি হবে। খারাপ দিক হলো, যারা সাধারণত শুধুমাত্র ইলন মাস্কের টুইটের ভিত্তিতে ফোমো করবে, তারা ক্রিপ্টোকারেন্সির আসল ব্যবহার/উপকারীতা সম্পর্কে জানতেই পারবে নাহ এবং তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি খারাপ মতামত/মনোভাব তৈরি হবে।  Wink