Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 08/05/2022, 20:52:02 UTC
~snip~

আর আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে আপনি টুইটার ফ্লিপিং করেন । আমি আসলে জানতে চাচ্ছি টুইটার ফ্লিপিং টা  আসলে কি? আশা করি এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো।   Cheesy

একাউন্ট ফিপিং অনেকটা একাউন্ট রিসেলের মত। অনেকের টুইটার একাউন্ট দরকার পরে, ক্রিপ্টো প্রজেক্ট এর মার্কেটীং এর জন্য। এসময়ে অনেক প্রজেক্ট এর টিম অনেক এসব একাউন্ট ব্যবহার করে থাকে। যারা বাউন্টির কাজ করে, তারা এ ব্যপারে ভালো মত বুঝতে পারবেন।


ফোরামে ক্রিপ্টো মার্কেটের কোনো সার্ভিস সম্পর্কে শেয়ার করলে কি তাতে রেফাল লিংক শেয়ার করার সুযোগ আছে কিনা? সত্যি বলতে আমি নিজেও রেফালেল লিংক শেয়ার করতে বেশি পছন্দ করি না, কিন্ত অনেক প্রজেক্টের সার্ভিসগুলো রেফারার এর সুবিধা থাকে। রেফাল লিংক শেয়ার করার সুযোগ থাকলে ভবিষ্যতে অনেক প্রজেক্টের সার্ভিসগুলো শেয়ার করতে চেষ্টা করবো।