Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 09/05/2022, 06:06:49 UTC
⭐ Merited by wtsimis (1)
ফোরামে ক্রিপ্টো মার্কেটের কোনো সার্ভিস সম্পর্কে শেয়ার করলে কি তাতে রেফাল লিংক শেয়ার করার সুযোগ আছে কিনা? সত্যি বলতে আমি নিজেও রেফালেল লিংক শেয়ার করতে বেশি পছন্দ করি না, কিন্ত অনেক প্রজেক্টের সার্ভিসগুলো রেফারার এর সুবিধা থাকে। রেফাল লিংক শেয়ার করার সুযোগ থাকলে ভবিষ্যতে অনেক প্রজেক্টের সার্ভিসগুলো শেয়ার করতে চেষ্টা করবো।

ফোরামের ৪ নং রুলস অনুযায়ী রেফারেল লিংক শেয়ার করা সম্পর্ণ নিষেধ।
4. No referral code (ref link) spam. [1]

আমি অন্যান্য ফোরামের ব্যাপারে জানি না। তবে কিছু ব্লগ রিলেটেড সাইট গুলো আর্টিকেল রাইটারদের তাদের রেফার লিংক শেয়ার করতে দেয়। কিন্তু আপনি যদি আপনার সিগনেচার ক্যাম্পেইরে রেফার লিংক শেয়ার করতে চান,  সেই ক্ষেত্রে মনে হয় ফোরাম এটা এলাউ করে (আমি শতভাগ শিওর না)। আপনার সিগনেচার এ রেফার লিংক শেয়ার করার  ইচ্ছে থাকলে মেটা তে গিয়ে রুলস এর থ্রেড এ পোষ্ট করতে পারেন। এটাই একমাত্র যায়গা যেখানে আপনি রেফার লিংক শেয়ার করতে পারেন।