বড় সিনিয়র ভাইদের কাছে আমার একটা ছোট্ট আবদার,
আমি যখন থেকে বিটকয়েন এ কাজ করি, তখন থেকেই আমার একটা আসা যে আমি সিগনেচার ক্যাম্পেইন করব। বাট সবাই বলে যে মেরিট ছাড়া সিনিসার করা সম্ভব না। অনেক কষ্টের পর এই ফর্মটা খুজে পেয়েছি। যে এখানে সিনিয়র ভাইরা ম্যারিড দেয়। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, অবশ্যই কোন বড় ভাই আমাকে একটা ম্যারিড দেবে। এখন ম্যারেড দেওয়াটা বড় ভাইয়ের উপর ডিপেন্ড করতেছে যে, আমার কথা তার কাছে ভালো লাগতেছে কিনা সেটা তার উপর ডিপেন্ড করতেছে। তবে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, আমাকে অবশ্যই একজন সিনিয়র বড় ভাই ম্যারিড দেবে। বড় ভাইয়ের কাছে আমি এই ছোট্ট রিকোয়েস্ট করলাম। আশা করি আমার প্রিয় বড় ভাই আমার রিকোয়েস্ট টা একসেপ্ট করবেন ।
এতো সহজেই ভেবে নিলেন বড় ভাইরা মেরিট দিবে! হ্যাঁ মেরিট দেওয়ার মতন পোস্ট হলে অবশ্যই মেরিট দিবে - কিন্তু এভাবে এরকম পোস্ট করে মেরে পাওয়া যায় না
মেরিট পাওয়ার জন্য আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হল যা আপনার ভেতরে রয়েছে অথবা আপনি নতুন জানতে পারবেন সেগুলো ফোরামে শেয়ার করা । এভাবে যদি আপনিও ভালো ভালো রেসোর্স ফোরামে শেয়ার করতে পারেন তাহলে শুধু এই থ্রেডে নয় যেকোনো জায়গা থেকে মেরিট আর্ন করতে পারবেন ।
আরেকটা রুলস আপনার জন্য:
৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।