Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
cryptotalklab1
on 19/06/2022, 15:37:09 UTC
আমরা এখান থেকে কি পাড়ি না আমাদের সিলেট বাসিদের সাহায্য করতে?আমাদের এখানে যদি এমন কেউ উদ্দেখ নেয় তাহলে আমি কিছু অনূদান দিবো।আর সবাই যদি কিছু কিছু দেয় তাহলে বিশাল একটা অনূদান সিলেট বাসিকে দেওয়া যাবে।

সিলেটে কে আছে? এইখানে এক্টিভ এবং বিশ্বস্ত কেউ থাকলে আমালে মেসেজ দিন। দেখি আমরা সবাই মিলে কিছু করতে পারি কি না। ওইখান থেকে কেউ না থাকলে সাহায্য করার জন্য অন্যান্য যে পথ রয়েছে সেগুলোর উপর ভরসা করা যায় না। কিছুদিন আগে ফোরামের একটা ঘটনার পর অনলাইনে কোন চ্যারিটি ফান্ডে অনুদানে আমি আস্থা হারিয়ে ফেলতেছি।

আমার মনে হয় বাংলাদেশে এখনও সেই অবস্থা হয়ে দাঁড়ায় নাই যে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে এই কার্যক্রম চালানো যাবে-  তবে এখন একটি জিনিস করা যায় বাংলাদেশি যেসব  ভালো ফাউন্ডেশন এসব কাজ করে যাচ্ছে তাদেরকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে হেল্প করা.