আমি মনে করি বিএনবি এক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করতেছে, আর এটির সাপোর্ট হিসেবে বিনান্স রয়েছে । আর এটির মধ্যে অটো বার্ন সিস্টেম রয়েছে তাই আমি তিনটিরই ওপরে ভরসা করতে পারতেছি এখন পর্যন্ত।
হ্যা এইটা ঠিক যে বিএনবি এর পিছনে বাইন্যান্স রয়েছে। এ জন্য ভরসা করতে পারেন। তবে বাইন্যান্স এক্সচেঞ্জ এর কিছু হয়ে গেলে তখন বিএনবি খুবই খারাপ অবস্থায় যাবে। বাইন্যান্স কিন্তু ২০১৭ সালে মার্কেটে এসেই নিজেদেরকে অল্প সময়ে ভালো অবস্থানে নিয়েছেন। অন্য কেউ ও কিন্তু ভালো স্ট্রাটেজি নিয়ে এসে এগিয়ে যেতেই পারে।
তবে এইটা ঠিক যে বাইন্যান্স একটা মনোপলি ব্যবসা করতেছে। এত সহজে তারা হারিয়ে যাবে না। সি জি নিজেকে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন সব দিক থেকে।
অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে প্রানে চাই আমাদের লোকাল থেকে সবাই ভালো সিগ ক্যাম্পেইনগুলোতে থাক।
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.