Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Dadu17@0
on 23/06/2022, 06:56:08 UTC
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন  যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.
অলরেডি আমি বলে দিয়েছি  আপনি যদি লং টাইম এর জন্য ইনভেস্ট করতে চান  তাহলে  আল্টকয়েন  এর মধ্যে বিএনবি , ইথেরিয়াম এ ইনভেস্ট করতে পারেন ।  লুনার ইন্সিডেন্ট ঘটার পর অন্যান্য আল্টকয়েন থেকে ভরসা উঠে গিয়েছে ।  বি এন বি বা ইথেরিয়াম  এ অনায়াসে ২ক্স ৩ক্স  প্রফিট হবে এখন ইনভেস্ট করলে ।  পলিগন খারাপ না তারপরও আমি বি এন বি বা ইথেরিয়াম  ইনভেস্ট করার কথা বলব ।
আর বিটকয়েন তো সবার সেরা এটাতেও  এখন ইনভেস্ট করলে  নিয়ে চিন্তা করতে হবে না

বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ  বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না।  তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি  অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।