বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না। তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।
কাউকে ইনভেষ্টমেণ্ট করার আজে ক্রিপ্টকারেন্সিতে যে সকল ঝুকি রয়েছে তা আবশ্যই বলা উচিৎ বলে আমি মনে করি। আপনি যে ভাবে বলছন এতে মনে হচ্ছে ইনভেষ্ট করলেই সে লাভের মূখ দেখবে। কখনো অর্থনীতিক পরামর্শে দেওয়ার আগে ভেবে চিন্তে কথা বলা উচিৎ। বড় বড় ইনভেষ্টরা অর্থনীতিক পরামর্শে দিতে অনেক দিধা বোধ করেন কারণ তারা জানেন এবং বুঝেন সব কিছু।