একটা জিনিস জানার ছিল। কেও জানলে একটু হেল্প করবেন।
অনেক crypto project এ অনেক মানুষ community admin / social media manager / community management এর কাজ পায়। আসলে এসকল job কিভাবে নেওয়া যায়। অনেক চেস্টা করেছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। কেও এই বিষয়ে কিছু জানলে বলবেন। আমার অনেক উপকার হবে।
আপনাকে এই বিষয়ে আগে দক্ষ হতে হবে এবং নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে হবে, নতুন কাজ পাওয়ার জন্য। এছাড়াও আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যবহার করেও কাজ পেতে পারেন। আর লিংকডইনে প্রোফাইল তৈরি করেও ভালো কাজ পাওয়া যায়।
ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।
Guys, Look who replied here.
You guys should increase the activity in this thread, and Seniors should care about your small community.ভাই এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় কথা বলা হয়। দয়া করে এই থ্রেড এ ইংরেজিতে কোনো reply দিবেন না। প্লিজ বাংলা ভাষা ব্যবহার করুন।
সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।