সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।
ভাইয়া আপনি একদম ঠিক বলছেন । আমি কিছু আগের পোস্ট গুলো দেখলাম ,,অনেকে বিভিন্ন জায়গায় থেকে কপি পোস্ট করেছে এবং তাদের একাউন্ট suspended করে দেওয়া হয়েছে । তাই এই কাজ থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর অনেক ভালো এবং হেল্পফুল পোস্ট করতে হবে।তাহলে আমরা নিজেদের জন্য একটি বোর্ড পেতে পারি । তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।
আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে কিন্তু ফেরামে তেমন একটা পোস্ট হয় না। Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।