Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 21/09/2022, 04:23:26 UTC
⭐ Merited by nutildah (3)
প্রথমত সিনিয়রদেরকে যে সবসময় এক্টিভ থাকতে হবে, এমন ধারণা পাল্টান, কেননা সিনিয়ররা প্রতিদিনই লোকাল বোর্ডে এসে থাকে (আমি তো পোষ্ট না করলেও প্রতিদিন একবার হলেও লোকাল বোর্ডে এসে দেখি কোনো পোষ্ট হয়েছে কিনা) । তাই নিজের জায়গা থেকে ভালো মানের পোষ্ট করলেই যথেষ্ট বলে আমি মনে করি।   Wink
আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।