<--snip-->
তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা
সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।
প্রথমত নিজেদের জায়গা থেকে এক্টিভ থাকলেই যথেষ্ট এবং সিনিয়ররা সবসময় ভালো পোষ্ট লেখতে উৎসাহিত করে থাকে।

আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে কিন্তু ফেরামে তেমন একটা পোস্ট হয় না। Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।
প্রথমত সিনিয়রদেরকে যে সবসময় এক্টিভ থাকতে হবে, এমন ধারণা পাল্টান, কেননা সিনিয়ররা প্রতিদিনই লোকাল বোর্ডে এসে থাকে (আমি তো পোষ্ট না করলেও প্রতিদিন একবার হলেও লোকাল বোর্ডে এসে দেখি কোনো পোষ্ট হয়েছে কিনা) । তাই নিজের জায়গা থেকে ভালো মানের পোষ্ট করলেই যথেষ্ট বলে আমি মনে করি।

শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?
আরো বিস্তারিত বলেন, কোন কয়েন কিংবা প্রজেক্টের কথা বলতেছেন? কেননা মার্কেটে নিত্যনতুন প্রজেক্ট চালু হচ্ছে এবং এক্সচেঞ্জে লিস্টও হচ্ছে।