Legendary মানুষজনের ভাবনাচিন্তা সব একই রকম দেখি!

যেখানে কিছু বলার প্রয়োজন দেখেছি সেখানে অবশ্যই বলেছি। এইখানে আমরা যদি ভালো এবং গঠনমুলক আলোচনা করি, তবেই কেবল ফোরামের স্বার্থকতা। কিন্তু এই যে বললাম, এইখানে সবাই বাউন্টি বুঝে। আর কিছু না। কেন আমরা বিটকয়েন মাইনিং নিয়ে আলোচনা করছি না, কেন লাইটনিং নেটওয়ার্ক নিয়ে কথা বলছি না কিংবা কেন নিজেরা একটা ফুল নোড সক্রিয় রাখার কথা ভাবছি না। সত্যি বলতে যারা এইসব ভালো বুঝে তারা অনেক ভালো ইনকাম করছে। কিন্তু এইসব দিকে আমরা কেউ যাই না।