আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত। আমি রোজ login করি না। কিন্তু এই thread এর প্রতিটা post প্রায় রোজ পড়ি। তাই আমায় PM না করে, যার যা লেখার এখানেই লিখলে ভাল।
আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।
Legendary মানুষজনের ভাবনাচিন্তা সব একই রকম দেখি!
