এখন আমার মনে হয় সময় এসেছে একবার সম্পূর্ণ ভাষা ভিত্তিক করলে কি সুফল হয় সেটা দেখার। অর্থাৎ thread title হবে 'বাংলা (Bengali)'। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের যুগ্ম প্রচেষ্টায় যদি উন্নতি হয় এবং আমরা বাংলা sub-forum পাই, তাহলে সেখানে বাংলাদেশ specific একাধিক thread থাকতে পারে।
আপনাদের সকলের (বিশেষত যাঁরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক অবদান রাখছেন) মতামত অবশ্যকাম্য...
আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু
বাংলাদেশ শব্দটি সরিয়ে নিলে বাঙালি বিভক্ত হয়ে যাবে। আর আমি সেটি আশা করি নাহ যে, বাঙালি বিভক্ত হয়ে যাক। তাই আপনি নামের ক্ষেত্রে
বাংলাদেশ (Bangladesh - বাংলা ) এটি দিতে পারেন, আমার নিজের মতামত অনুযায়ী।
আসলে সবাইকে ওইভাবে বলে লাভ নাই। ওনেকেই আছে ইংলিশে বেশি ভালো না। ক্রিপ্টো এবং টেকনোলজি বিষয়ের ব্লগ গুলোর দুর্বোধ্য লিখা অনেকেই বুঝে না। আমি ভাবতেছি একটা সিরিজ করবো যেখানে প্রতি সপ্তাহে একটা ক্রিপ্টো প্রোজেক্ট বিষয়ে পোস্ট করবো বাংলাতে। এতে আমাদের লোকাল বোর্ডে সবাই কিছু নিয়ে আলোচনার সুযোগ পাবে।
ইংরেজিতে সবারই কোনো না কোনো দুর্বলতা আছে, তাইতো আমি নিজেই এর আগে একটি পোষ্ট তৈরি করেছিলাম যে,
কিভাবে আপনারা ভালো মানের পোষ্ট করতে পারবেন! সেটি দেখলেই নতুনরা তাদের দুর্বলতাগুলোকে দূর করতে পারবে।
আর আপনার ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে পোষ্টের অপেক্ষায় রইলাম।