আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটিসি এর দাম অনেক কমে যাচ্ছে এতে সবাই ভয় পাচ্ছে এবং সবাই বলছে কিপ্ট টু ডিজিটাল এই নাকি হারিয়ে যাবে ভাই আপনাদের বলি আপনারা অযথা হতাশ না হয়ে একটু অপেক্ষা করুন এবং বিটিসি এর পাশে দাঁড়ান সবাই বিটিসি যার কাছে যা আছে তা হোল্ড করে রেখে দিন তাতে বিটিসি এর জন্য অনেক উপকার হবে এবং বিটিসি দাম বৃদ্ধি পাওয়া শুরু করবে তাই সবাই সবার কাছে রেখে দিন এবং হতাশ না হয়ে শীতের এই মৌসুমটা দেখুন শীতের পরে আস্তে আস্তে ২০২৩ সালে এটির দাম আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করবে ধন্যবাদ
আপনি তো মাল্টিপুল ইউজার। একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন । আবার এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে মেরিট ট্রান্সফার করেন । যে পোষ্টে মেরিট পাওয়ার যোগ্য না আপনি সেই পোস্টে মেরিট আদান প্রদান করছেন। এই দুইটা অ্যাকাউন্টি তো আপনার ।


Rjakash :
https://bitcointalk.org/index.php?action=profile;u=3494129Juwel580 :
https://bitcointalk.org/index.php?action=profile;u=3470852আশা করি পরবর্তীতে আর এরকমের ভুল করবেন না। ভালো মানের পোস্ট করার চেষ্টা করবেন । ভালো মানের পোস্ট হলে আপনি এমনেই মেরিট পাবেন। ভালো মানের পোস্ট হলে আপনাকে সবাই মেরিট এমনেই দিবে। আশা করি বুঝতে পেরেছেন।
একে তো ভাই আমি চিনিই না। আর দয়া করে Multiple দোষারোপ করবেন না। প্লিজ ভাইয়া পোষ্ট টা ডিলেট দেন। উনার সাথে আমার কোনো সম্পর্ক নেই।