Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 15/12/2022, 22:42:23 UTC
কেউ কি আমাকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানাতে পারবেন এটা কিভাবে করতে হয় আর দেখতেছি অনেকগুলো কোড করা এগুলো কি ?
সিগনেচার করতে আপনাকে আগে আপনার অ্যাকাউন্ট এর পজিশন বারাইতে হবে। আর ওইটা করতে আপনার দরকার মেরিট। তবে এখন মেরিট আর্ন করা অনেক কঠিন।
আমি পারসনালি বলব আপনি নিউবি হিসেবে আগে বউন্টি জয়েন করতে পারেন। মেরিট এর পিছনে যত ভাগবেন, মেরিট পাওয়া তত কঠিন।
তবে সিগনেচার সম্পর্কে জানতে চাইলে এই পোস্ট টা দেখতে পারেন। ইংলিশ এ সমস্যা হইলে মেনশন দিয়ে সমস্যা টা বলতে পারেন। হেল্প করার চেস্টা করব ইনাশাআল্লাহ।
পোস্ট লিঙ্কঃ- Signature campaign Guidelines
ভাই আপনি ঠিক বলছেন যে মেরিট পাওয়া অনেক কঠিন কিন্তু আমি মনে করি  বাউনটি করার থেকে ভালো হবে ভালো রিসোর্স শেয়ার করা অর্থাৎ সে যা জানে বা তার স্কিল দিয়ে ফোরামে কাজে আসবে এমন  পোস্ট করে যাওয়া এটাই সবার থেকে উত্তম হবে এটা করলে আমি মনে করি না মেরিট পাওয়া খুব কঠিন হবে। আপনি যদি বর্তমানে দেখতে চান তাহলে এমন কয়েকজনকে দেখতে পারবেন যারা মাত্র কয়েকদিনের মাধ্যমে ৯০০/১০০০ এর উপরে মেরিটার্ন করে ফেলছে। তারপরেও আমি বলব শুধু মেরিট আর বাউন্টি এর পেছনে ছুটবেন না নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন দেখবেন মেরিড এবং টাকা দুটোই সাথে সাথে আসতেছে।  আর বাউনটি করলে আমি মনে করি শুধু সময়ের অপচয় হবে কেননা বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট স্ক্যাম হচ্ছে আর যেগুলো পেমেন্ট দেয় সেই পেমেন্ট নিয়ে কোন লাভ হয় না।