অনেকদিন পর ফোরামে আসলাম। নিজের ব্যস্ততা + একটা প্রজেক্টে সময় দেয়া নিয়ে আসলে ফোরামে সময় দেয়া হয়েই উঠেনি।
যদিও খুব ভালো আলোচনা দেখছি না, তবুও মনে হচ্ছে আমাদের এই থ্রেড আগের চেয়ে অনেক এগিয়েছে।
যাই হোক, কিছুদিন আগেই আমরা এফটিএক্স এর অবস্থা দেখেছি। সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে গুজব বলুন আর যাই বলুন যা উঠেছে তা অনেকটাই ক্লিন্তু এফটিএক্স এর মতই। মানে আপনার কাছে ফান্ডের এক্সেস না থাকলে আসলে আপনি মালিক না। তারই প্রেক্ষিতে, আমি চাচ্ছি হার্ডওয়্যার ওয়ালেটকে মানুষের কাছে তুলে ধরতে যাতে মানুষ এর প্রয়োজনীয়তা বুঝে এবং ব্যবহারে উৎসাহী হয়। তাই আমি চাচ্ছি হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে বিস্তারিত আর্টিকেল লিখতে যেখানে আমি লেজার ন্যানো এস এর রিভিউ শেয়ার করবো। এর পাশাপাশি আপনাদের কোন প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন, সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো। তবে প্রশ্ন অবশ্যই হার্ডওয়্যার সম্পর্কিত হতে হবে।
আমি প্রায় ২/৩ বার হ্যাক এর শিকার হইছি। ফোন এ ট্রাস্ট ওয়ালেট ইউজ করি, আর আগে প্রচুর এয়ারড্রপ করতাম। কোন না কোন সাইট এ কানেক্ট করছিলাম, ন্যাটিভ টোকেন ফি এর জন্যে ওয়ালেট এ ঢুকালেই অন্য একটা ওয়ালেট এ অটো সেন্ড হয়ে যাচ্ছিলো। এরকম ২/৩ বার হইসে। এখন মনে হচ্ছে হার্ডওায়্যর ওয়ালেট লাগবে। কিন্তু দাম এবং কোনটা ভাল হবে প্লাস কোন ব্রান্ড টা বাংলাদেশ এ পাওয়া যাবে তা নিয়ে কোনো ধারনা নাই। নাকি বাহির থেকে নিয়ে আশা লাগবে।
পোস্ট টা যদি লিখতেন অনেক উপকার হইত অনেকের। আজকাল যে পরিমান এ স্ক্যামার আর হ্যাকার, সফটওয়্যার ওয়ালেট এখন প্রচুর রিস্কি। ভাবছিলাম এক্সচেঞ্জ সাইট এ রাখব, কিন্তু এখন ত ওইটাও ভরসা পাই না। FTX এর কাহিনির পর থিকা ভরশা উঠে গেসে গা।