Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
AbidAyman
on 27/12/2022, 02:21:17 UTC
কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
 
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো  স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ  সেভিংস এ রাখতে পারেন  যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে  অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .
আমার মতে ভাই অনেক ডিসেন্ট্রালাইজড স্টেকিং আছে, ওগুলা তে আপনার ফান্ড গুলা স্টেবল কয়েন এ কনভারট করে স্টেকিং করাই ভালো। কারন এখন ও কেউ বলতে পারছে না যে এই মার্কেট এর ভবিষ্যত কি। আবার যদি ডাউন যায় তাইলে ভাই আরও লস এ পরে যাবেন। অনেকের এনালাইসিস থেকে তো মনে হচ্ছে ১২/১৪ হাজারে ও যাইতে পারে বিটকয়েন। বাকি টা ভাই আপনার উপর। স্টেবল কয়েন এ ইন্টারেস্ট কম, কিন্তু রিস্ক ও কম।
আর ভাই ক্রিপ্ট জগত এ কাওকে কিছু সাজেস্ট করা ভুল। নিজের মত রিসার্চ করে ইনভেস্ট করবেন।
স্ট্যাবল কয়েন গুলা যে ১০০% সিকিউর সে গ্যারান্টি আপনি কোথা থেকে পাচ্ছেন ! বর্তমানে ইউএসডিটি স্টেবল কয়েনের মধ্যে সবথেকে উপরে অবস্থান করছে কিন্তু এর সিকিউরিটি নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে। তবে আপনি বলতে পারেন যে স্টেবল কয়েন গুলো এর প্রাইজ ওঠানামা করবে না সে দিক থেকে লস কম বেশি হবে না। তবে আমি এখানে যে কথাটি বলেছি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করা এ পর্যন্ত সবথেকে সিকিউর কয়েন হলো বিটকয়েন আর এখন মার্কেট করি রিস্কি পজিশনে থাকায় আমি অন্যান্য সকল কিছুর থাকে বিটকয়েন কে সেফ মনে করবো। আর বিটকয়েন ১২/১৪ হাজার কেন তার থেকেও নিচে নামুক একটা সুযোগ পাবো বিটিসি হোল্ড করার। বিটকয়েনের বর্তমানে দাম কমলেও ভবিষ্যতে এটার চাহিদা অনুযায়ী সাপ্লাই কম পড়বে এবং অনেক বড় বাড়বে তাই নিজের সমর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু পরিমাণ অলস অর্থ বিটকয়েনে ইনভেস্ট করা ভালো হবে।
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই। তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে।