Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 27/12/2022, 09:07:20 UTC
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই।
ব্যাংক দেউলিয়া হয়ে গেলে কি করবেন? সব কিছুতেই রিস্ক আছে, কোনোটাই রিস্ক ছাড়া না। আর ইকোনোমির যে অবস্থা, বাংলাদেশ এ হোইতে সময় লাগবে না।
Quote
তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে। 
আপনি মেইবি বিষয় টা বুঝতে পারেন নাই। উনি বলছেন যে এই মার্কেট এ তার হোল্ডিং গুলা কিভাবে বাড়াবেন। ডি সি এ অর্থাৎ ডলার কস্ট এভারেজিং ও যদি করেন তাহলে তার এসেট বাড়বে কিন্তু ভ্যালু একই থাকবে। আর এই পদ্ধতি টা লং টার্ম এর জন্য। কিন্তু মার্কেট এর অবনতি হইলে কি করবেন তা জিজ্ঞাস করছেন।
স্টেবল কয়েন হোল্ড করলে মার্কেট ডাউন গেলেও উনি ওই সময়টা তে বেশি বিটকয়েন কিনতে পারবেন তাই আমি কথা তা বলেছি।
আবার ও বলব, ইনভেস্ট করার আগে নিজের রিসার্চ করে নিন। ইন্টারনেট এর কারো কথা মতো নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন না। আশা করি কথা টা এখন বুঝতে পেরেছেন।