Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 27/12/2022, 11:46:34 UTC
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই। তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে। 
কে বলছে ভাই ব্যাংকে লস হবার ভয় নেই। আমি তো খুব ভয়ে আছি আমার একটা ডিপিএস নিয়ে । আর বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের বর্তমান অবস্থা খুব ভালো না। FTX যেমন ব্যাংক রার্প্ট হয়েছে তেমনি আমরা যদি দেখি পৃথিবীর অনেক বড় বড় ব্যাংক গুলোও নানান সময় নানান কারণে ব্যাংক রার্প্ট এর মুখোমুখি হয়েছে আপনি যদি দেখেন বাংলাদেশ বর্তমানে কয়েকটা ব্যাংক অলরেডি এদিকে অগ্রসর হচ্ছে।  আমি বলব রিক্স সব জায়গায়ই আছে আর বুঝেশুনে রিক্স নেয় হল বুদ্ধিমানের কাজ। কারণ কথায় আছে নো রিক্স নো গেইন।