<-- snip -->
ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।
শুনে ভালো লাগলো যে, আপনি অন্যান্য সকল প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বেয়ার মার্কেটই সঠিক সময় নির্ভরযোগ্য প্রজেক্টে বিনিয়োগের এবং এই সময়ে যেসকল প্রজেক্ট টিকে যায়, যেগুলো বুল মার্কেটে অনেক ভালো করে। তাই একটু সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করেন, তাহলে অনেক ভালো ভালো প্রজেক্টের সন্ধান পেয়ে যাবেন।
