Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 27/12/2022, 21:26:50 UTC
ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।
আমিও মনে করেছি যে বিয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এর জন্য উত্তম এবং সঠিক সময় যখন সেই ইনভেস্টমেন্টটি লং টার্ম এর জন্য হয়। কারণ আমি এখন পর্যন্ত বিয়ার মার্কেটে যতটুকু ইনভেস্ট করেছি তার বেশিরভাগই আমাকে এখন পর্যন্ত হোল্ড করতে হচ্ছে। তবে বেয়ার মার্কেটের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি ভাল স্ট্রং করেন ইনভেস্টমেন্ট করেন যেটা ধসে পড়ার সম্ভাবনা নেই তাহলে আমি মনে করি অন্তত লং টাইম হোল্ড করার পর লসটা কভার করা যায়। তবে আমি মনে করি যে বর্তমানে আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করা অনেক রিস্কি হওয়ার কারণে এটা এড়িয়ে চলাই ভালো আর এখন যা ইনভেস্টমেন্ট করবেন সব লং টার্মের কথা মাথায় রেখে তারপর করবেন কেননা মার্কেটে এখনও কোন গ্রিন সিগন্যাল নেই।