<-- snip -->
এই প্রজেক্ট গুলাই কিভাবে কাজ করবো যদি একটু বুঝিয়ে দিতেন খুব উপক্রিত হতো। ধন্যবাদ
আপনি যদি টুইটারের লিংকগুলোতে যেয়ে পড়ে দেখেন, তাহলে সকল বিষয় বুঝতে পারবেন। কারণ ছবিসহ সকল কাজের ধরণ বলা হয়েছে। তাই সময় নিয়ে একটু টুইটার পোষ্টগুলো দেখুন।

বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স নিয়ে বিভিন্ন স্টক মার্কেটপ্লেস কাজ করেছি। কিন্তু স্টক সাইটে সফল হতে অনেক সময় লাগে।
আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করেন। তাহলে প্রতিমাসে ভালো একটা ইনকাম হবে, এসব বাউন্টি করার থেকে তো বহুগুণ ইনকাম হবে। অনেক ডিজাইনাররা তো প্রতিসপ্তাহেই সর্বনিম্ন $১০০ এর বেশি ইনকাম করে থাকে। তাই আপনাকে এখন ভালো প্রজেক্টের সাথে কথা বলে কাজ নিতে লাগবে।
