আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স নিয়ে বিভিন্ন স্টক মার্কেটপ্লেস কাজ করেছি। কিন্তু স্টক সাইটে সফল হতে অনেক সময় লাগে। তাই এক বন্ধু bitcointalk কথা আমাকে বলল এখানে বাউন্টি মাধ্যমে কিছু টাকা ইনকাম করা যায়। তাই আমি এখানে অ্যাকাউন্ট করি। এখানকার রুল গুলো পড়তে গিয়ে দেখলাম গ্রাফিক্সর ডিজাইনার চাহিদা রয়েছে। আমাকে কেউ একটু সাহায্য করেন এখানে কি রকম পৌর্টফলিও লাগে। আর কোন কোন ব্যানারের চাহিদা রয়েছে। আর এখানে গ্রাফিক্স নিয়ে কাজ করলে সফল হতে পারব কি না?
পোর্টফলিও নিয়ে একটা এনাউন্সমেন্ট টপিক রেডি করে সার্ভিস অপশনে পোস্ট করতে পারেন। যেমন আমার সার্ভিস থ্রেড/টপিক-
https://bitcointalk.org/index.php?topic=5180747.0এইরকম ডিজাইনসহ এনাউন্সমেন্ট টপিক পোস্ট করেন, যদি আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে কাজ পাবেন। আমার নিজেরও মাঝে মধ্যে লাগে। পাশাপাশি কয়েকজন ক্যাম্পেইন ম্যানেজার আছে যাদের গ্রাফিক্স ডিজাইনার লাগে, কাজ ভালো হলে আমি আপনাকে রেফার করবো অবশ্যই। আপনি আগে এনাউন্সমেন্ট টপিক রেডি করেন।