Post
Topic
Board Other languages/locations
Re: El Dorado Exchange এর বিস্তারিত
by
Review Master
on 30/12/2022, 16:17:47 UTC

El Dorado Exchange - BNB চেইনের একটি সোশ্যাল ট্রেডিং & Perpetual ট্রেডিং প্লাটফর্ম


এর আগে Bebop প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং যারা অংশগ্রহণ করেছেন, তাদের অগ্রিম সাধুবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে এয়ারড্রপ থেকে ভালো টোকেন রিওয়ার্ড পাওয়া যাবে। আজকে আর একটি প্রজেক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো। প্রজেক্টির না হচ্ছে El Dorado Exchange এবং এটি একটি ডিসেন্ট্রালাইজ সোশ্যাল ট্রেডিং ও Perpetual/Future ট্রেডিং প্লাটফর্ম। আর এটি BNB Chain এর প্রজেক্ট। যদি আপনারা Defilama এর তথ্য দেখেন, তাহলে BNB Chain রয়েছে ২ নং অবস্থানে । এছাড়াও El Dorado Exchange প্রজেক্টির টোকেন সাপ্লাই খুবই কম এবং এটির মূল্য আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই প্লাটফর্মটি নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করতে পারেন এবং আশা করি, ভালো ধরনের লাভ করা যাবে।

শুধু এটিই নয়, যারা Perpetual ট্রেডিং করেন এবং খুবই দক্ষ, তারা El Dorado Trading Competition এ অংশগ্রহণ করতে পারেন। কেননা $২০,০০০ এর রিওয়ার্ড রয়েছে এবং সেরা ৫ নং এ আসা খুবই সহজ, যেহেতু অনেকেই এই প্রতিযোগিতা সম্পর্কে জানে নাহ। এছাড়াও মাত্র $১০০ লাভ করতে পারলেই সেরা ৫ জনের মধ্যে আসা যাবে। তাই নিচরে লিংকটিতে ক্লিক করার মাধ্যমে El Dorado Exchange সম্পর্কে বিস্তারিত জানুন।


যারা কোনো সমস্যায় পড়বেন, তারা আমাকে মেনশন করে পোষ্ট করিয়েন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।  Wink আবার দেখা হবে নতুন কোনো পোষ্ট কিংবা নতুন কোনো তথ্য নিয়ে।



পোস্ট অ্যাকটিভিটি দেখে বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থ্রেডের  অবনতি হচ্ছে  আসুন সবাই মিলে বাংলাদেশ থ্রেডের অ্যাক্টিভিটি  বাড়ানোর চেষ্টা করি এবং একে  লোকাল থ্রেড  থেকে লোকাল বোর্ডে পরিণত করতে এগিয়ে  আসি.

বেয়ার মার্কেট আসলেই সকলে গা ঢাকা দেয়, এটাই স্বাভাবিক। তবে আশা করি, সামনের বছর মানে ২০২৩ সালের অর্ধেকের পর থেকে আবার সকলে ফোরামে চলে আসবে। কেননা মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, সকলের নিজেদের সার্কেলের মধ্যে মত বিনিময় করেতেছেন। আশা করি, সকলে এটি বর্জন করবে। অগ্রিম নতুন বছরের শুভকামনা।