২০২২ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:
1. Little Mouse [89]
2. Crypto Library [85]
3. Review Master [54]
২০২১ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:
1. Little Mouse [134]
2. Review Master [72]
3. naim027 [44]
২০২০ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:
1. Review Master [100]
2. Little Mouse [88]
3. Fatemablabla [62]
গত তিন বছরের পোস্ট তালিকায় সবগুলোতেই আমার নাম!! আমি এতটা এক্টিভ ছিলাম তা তো জানতাম না লল। যাই হোক, আমাদের অনেকগুলো ফোরাম ইউজার ইনেকটিভ। যেমন- pffrt, pankowri, fatemablabla, laredo7mm এবং আরো অনেকেই।
উনারা আগে মোটামুটি এক্টিভ ছিল কিন্তু বর্তমানে কেউই এক্টিভ নেই। সবাই যদি এক্টিভ থাকতো তাহলে এতদিনে হয়ত আমরা নিজেদের বোর্ড পেতাম আলাদা করে।
যাই হোক, ২০২২ তো শেষ। ২০২৩ এর জন্য আমরা সবাই যদি প্রস্তুতি নেই এবং সকলের সম্মিলিত চেষ্টায় এই টপিককে ভালো অবস্থানে নিতে পারি, তাহলে আশা করি আমাদের লোকাল বোর্ড পাওয়া যাবে। সবাইকে অনুরোধ করব ভালো মানের পোস্ট করার জন্য এবং সবসময় এক্টিভ থাকার জন্য।