5. shasan [43]
বুঝতেই পারিনি ২০২২ সালে এই থ্রিডে আমি এতগুলো পোস্ট করেছি যা সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত পোস্ট কারীর মধ্যে একজন। আমি তো ভাবছিলাম যে আমি এই থ্রেড এ তেমন পোস্টই করি না। আসলে আমার এখনো মনে হচ্ছে আমি থ্রেড এ তেমন কোন পোস্ট করি নাই। আসলে অন্যরা তেমন একটিভ না তাই আমি সর্বোচ্চ পাঁচজন পোস্টকারীর মধ্যে একজন হতে পেরেছি। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।