Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
First Registration
on 04/01/2023, 13:06:38 UTC
⭐ Merited by Little Mouse (1)
যদি কোন একাউন্ট Banned করা হয় তাহলে ওই একাউন্ট ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুক।  হ্যাঁ এটুকু বলা যায় যে অ্যাকাউন্ট Banned করা হয় তার পিছনে কিছু না কিছু গুরুতর রিজন থাকে। বিনা কারণে কোন একাউন্ট Banned করা হয় না। যদি আপনার মনে হয় যে একাউন্ট অকারণে Banned করা হয়েছে তাহলে আপনি আপিল করতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে Unbanned করা হবে।


ডিটেকটিভ এ জয়েন হওয়ার জন্য কিছু activists দরকার ছিলো। তাই কিছু দিন আগে পুরাতন কয়েকটা বাউন্টিতে জয়েন হইছিলাম। ২ দিন আগে এই মেসেজ আসছিলো।আর আজকে একাউন্ট ব্যান করে দিছে।

হয়তো আপনাকে অতিরিক্ত স্প্যাম এর জন্য আপনার একাউন্ট banned করা হয়েছে।আমি আপনার একাউন্ট banned হওয়ার কারণ খুঁজতে গিয়ে অনেক কিছু পেয়েছি । আশা করি আপনার একাউন্ট banned হওয়ার কারণ বুঝতে পারবেন।
আমি দেখলাম আপনার অ্যাকাউন্টটি autoban করা হয়েছে।



বিস্তারত দেখতে =https://bpip.org/Profile?id=3499765

কিন্তু আপনার Mix001 এই অ্যাকাউন্টটি autoban করা হয়নি। আপনি multiple একাউন্ট একসাথে ব্যবহার করার কারণে আপনার দুইটি একাউন্ট bannend করা হয়েছে।
Rafi0001
Mix001
এই দুই একাউন্ট দিয়ে একই address ব্যবহার করার কারণে আপনার এই একাউন্ট গুলো banned করা হয়েছে।

 

বিস্তারিত দেখতে ক্লিক করুন

আশা করি কোনো দিন এমন কাজ করবেন না ।আর এই ধরনের কর থেকে বিরত থাকবেন। আর ভালো করে ফোরামের নিয়ম পড়ুন আর সেই নিয়ম অনযায়ী চলুন ।