বর্তমানে TRX কয়েনটি অনেকটা স্টেবল কয়েনে পরিণত হয়েছে, আপনি চাইলে কু কয়েন বা বাইনান্স এক্সচেঞ্জার ইউজ করে ট্রেডিং এ গিয়ে আপনার ফান্ড প্রথমে ইউএসডিটি করে নেবেন অথবা সরাসরি TRX কেনার অপশন থাকলে TRX কিনে উই ড্র করে আবার পুনরায় ইউএসডিটি করে নিতে পারেন. এতে করে আপনার মাত্র 0.20$ এর মতন খরচ হতে পারে। তবে আমি মনে করি এই পদ্ধতি ফলো করায় সবচেয়ে উত্তম। (এটি শুধু নিজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য প্রযোজ্য)
লাইটকয়েন আরো উত্তম। ফি খুবই কম। আর দাম কম বৃদ্ধির সম্ভাবনা তো সব ক্রিপ্টোর ক্ষেত্রে একই।
আমি একটা ব্যাপার বুঝতেছি না। ট্রন এ টোকেন ট্রান্সফার এ ফি এত বেশি কিভাবে? অনেক আগেও দেখছি বেশি। এখনো একই অবস্থা। আমি গতকাল ইউএসডিটি ট্রান্সফার করতে গেলাম, দেখি ১.৩৮ ডলার সমমুল্যের ট্রন লাগবে। এত বেশি হইলে কেমনে কি। এর চেয়ে তো অনেক সস্তা বিটকয়েন এর লেনদেন। সম্প্রতি আমি কোন লেনদেনে ১ সাতশী পার বাইট এর বেশি ফি দেই নাই। ইনপুট এবং আউটপুট এর উপর নির্ভর করে সর্বোচ্চ ১০ সেন্ট বা ০.১০ ডলার ফি লেগেছে আমার যেখানে সর্বনিম্ন ২ সেন্ট বা ০.০২ ডলার দিয়েও লেনদেন কনফার্ম হয়েছে। লেনদেন কনফার্ম হতে সর্বোচ্চ ৫০ মিনিট লেগেছে যদিও আমি তাড়াহুড়োতে ছিলাম না।
TRC20 নেটওয়ার্কে কি বেশি হওয়ার কারণ আমিও বুঝতে পারলাম না যেখানে টিআরএক্স এর ফি এত কম সেখানে টিআরসি টুয়েন্টি বা টিআরএক্স নেটওয়ার্ক এ ইউএসডিটি উইথড্রো ফি কেন এত বেশি হবে। আমি প্রথমে ভেবেছিলাম বাইনান্স ই বেশি ফি কাটতেছে পরে ট্রানজেকশন লিংক এ গিয়ে দেখলাম যে আসলে নেটওয়ার্ক ফি ই বেশি কাটতেছে বাইনান্স কোন বেশি ফি নিচ্ছে না।