পোষ্টের সোর্সটা একটু সরাসরি লিংক এর মাধ্যমে উপস্থাপন করলে উপকৃত হতাম।
https://triple-a.io/crypto-ownership-data/এর অর্থ উত্তোলন এর জন্য বিভিন্ন লেনদেন করার প্রয়োজন হয়। এই লেনদেন দরুন সরকার অনেক অর্থ crypto থেকে উপার্জন করে। আমার মতে যে যেহেতু বাংলাদেশ এ এত গুলো ব্যাবহার করি রয়েছে ।
এবং আমার মনে হয় বেশিরভাগ ডলারই ফোরাম ও বিভিন্ন মাধ্যম থেকে ইনকাম করা। অল্প কিছু ডলার আছে যেগুলো অন্যান্য ডলার থেকে কনভার্ট করা। যেমন পারফেক্ট মানি থেকে বিটকয়েন, পারফেক্ট মানি থেকে ডগি কয়েন, পারফেক্ট মানি থেকে লাইট কয়েন, পারফেক্ট মানি থেকে ইথারিয়াম ইত্যাদি। আর বাংলাদেশের লেনদেনের জন্য বেশিরভাগ অর্থ উপার্জন করছে ব্যাংক ও বিকাশ, রকেট এবং নগদ।