আমাদের দেশে আসলে এইসব নিয়ে স্ট্যান্ডার্ড কোন গাইডলাইন নাই। সি আই ডি কে পাঠানো ওই বিবৃতি থেকে বলা যায় ক্রিপ্টো ব্যবহার অবৈধ নয় কিন্তু আবার পরে বলল ২০১৭ থেকে সরে আসে নাই।
আসলে এইসব একটা নাকট মনে হয় অনেক সময় আমার। বাংলাদেশে একটা সিটি নির্বাচনে শুনেছিলাম যে কয়েক হাজার কটি টাকা লেনদেন হয়েছিলো সবকিছুই বিটকয়েন এর মাধ্যেমে, আবার গত বছরে বেশ কিছু স্ক্যাম হয়েছিলো সেখানেও নাকি প্রশাসনের অনেক মানুষ ইনভেস্ট করেছিলো। কোনো একদিন হয়তো ক্রিপ্টোকারেন্সি বইধতা দিবে ততোদিনে বাংলাদেশ অনেক মুনাফা হারাবে।