Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 18/01/2023, 19:02:06 UTC
⭐ Merited by Little Mouse (1)
ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করার কথা অনুৎসাহিত করা হয়েছে এবং কোন কোন জায়গায় উল্লেখ করা হয়েছে এটা অবৈধ কিন্তু প্রথম আলোর একটা নিউজে প্রকাশ হয়েছে যে বাংলাদেশ ব্যাংক সিআইডিকে একটি চিঠি দিয়ে। যেখানে বলা হয়েছে ক্রিপ্টো কারেন্সির লেনদেন করা কোন অপরাধ নয়। এই তথ্য সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই লিংকটি ক্লিক করে বিস্তারিত দেখুন। ধন্যবাদ।
হ্যাঁ বিষয়টি আসলে বলা হয়েছিল কিন্তু সেটি এখন অনেক পুরনো নিউজ হয়ে গিয়েছে  ২০২২ সালের লাস্টের দিকে  আবার বিটকয়েন বা  ক্রিপ্টো কারেন্সি লেনদেনে সরাসরি অবৈধ আরোপ লাগানো হয়েছিল  তারপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি তেমন উন্নত হয়নি। বিশেষ করে  ২০২২ সালের  সেপ্টেম্বরের এই নিউজটি  আমাকে আরো চিন্তিত করে তুলেছিল। তাছাড়া আরেকটি স্ক্রিনশট দিলাম এসব এখনো বিনান্স পিটুপিতে।



ঢাকা থেকে ৭-৮ বছরের একটি ছেলেকে তুলে নিয়ে যায় বরিশালে এবং মুক্তিপণ হিসেবে বিটকয়েনে পেমেন্ট দাবি করে। না দিলে বাচ্চাকে মেরে ফেলার দাবী করে। গোয়েন্দা সংস্থার তৎপরতায় ছেলেছি ৫ দিন পর উদ্ধার করে তার মায়ের কাছে ফেরৎ দিয়েছেন গোয়েন্দা পুলিশ। এরা এতই খারাপ যে মুক্তিপণ বিটকয়েনের দাবী করে যেটা এদেশে বিটকয়েনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে নতুন আরেকটি মাত্রা যোগ করবে।
যদিও খবর টা ২ বছর এর পুরনো । কিন্তু খবর টা দেখে হতাশ কারন এই সব কারণ এর জন্য হয়তো বা আমরা crypto কোনো প্রকার বৈধতা পাবো না  Cry
বিষয়টি আসলে দুঃখজনক যে এসব লোকেদের জন্য ক্রিপ্টোকারেন্সি  এর নাম  খারাপ হচ্ছে,  তবে এর অন্যান্য ভালো অনেক দিক আছে যেগুলোকে আমলে নেওয়া যাবে।  তাছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এসব অসাধু লোকের জন্য আমরা পুরো সিস্টেমটাকে দোষারোপ করতে পারি না কেননা দেখুন  এমন অনেক কিডনাপিং কেস আছে যেখানে  মুক্তিপণ হিসেবে ফিয়াট কারেন্সি দাবি করেছে  তাই বলে আমরা সেটাকে তো আর অবৈধ ঘোষণা করিনি ।  তেমনি আমি মনে করি এমন একদিন আসবে  ক্রিপ্টোকারেন্সিকেউ  এমন পর্যায়ে পৌঁছাবে  যখন এখনকার ফিয়াট কারেন্সির মতন এটি ব্যবহার করা হবে তখন আমাদের আফসোস করতে হবে ।