হ্যাঁ সেটাই বললাম, বর্তমানে বেশিরভাগ মানুষই মানুষের করা ভুলের জন্য পুরো সিস্টেমটাকে দোষারোপ করে। বিশেষ করে আমাদের এই ক্রিপ্টো সেক্টর নিয়ে আমাদের দেশের মানুষ জনের মধ্যে একটা বিরাট অংশ এখনো এটা মনে করে যে এটা শুধু হ্যাকাররা ইউজ করে আর শুধু ইললিগ্যাল কাজে ব্যবহার করা হয়। আর এই দিক দিয়ে যে কয়েকটা দেশে এটাকে লিগাল টেন্ডার হিসেবে গ্রহণ করা হয়েছে সে হিসাবই রাখে না ।
দুঃখের কথা হল আমার দেখা আশেপাশে এখনো অনেক লোকজন আছে এমনকি তারা টেকনোলজি এর যুগের পোলাপান হয়েও।
গতো বছরে ২০২২ সালে " BTC Teacher " নামের একটা গ্রুপ বাংলাদেশি অনেক মানুশের টাকা মেরে দিছে প্রাইয় ২০ মিলিওন ডলারের কাছাকাছি হবে হয়তো বা তারো বেশি, আবার অনেকেই আছেন যারা বিটকয়েন এর সাথে জড়িত তাদের বেশিরভাগ লেনদেন এই প্রতারনার শিকার হয়ে থাকে। আবার অনেক গ্রাম অঞ্চলে অনেকেই আছেন যারা সাধারন মানুষকে ভুলভাল বুঝায়ে অনেক প্রতারনা করে থাকে ।
কিছু কিছু খারাপ ঘটনা খুব হাইলাইট হয়, যার কারনে অনেকেই মনে করেন যে ক্রিপ্টো কারেন্সি মানেই খারাপ। বাংলাদেশে ব্যাংক থেকে হাজার কটি টাকা গায়েব হয়ে যাবে তাতে সমস্যা হবেনা , আর আপনি ১০০ ডলার ক্রিপ্টোতে কষ্ট করে ইঙ্কাম করেছেন সেটাই সমস্যা।