Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdulkader765
on 23/01/2023, 08:03:30 UTC
ডিজিটাল বাংলাদেশ বলে কথা। এদেশে যত ভালো মানুষ আছে তার চেয়ে দ্বিগুণ খারাপ মানুষ রয়েছে। তারা দেশের কথা না ভেবে নিজের স্বার্থের কথা ভাবে। আর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অর্থপাচার করে। যাকে আমরা কালো টাকা বলে জেনে থাকি। বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা দেয় তাহলে দেশে আরো দুর্নীতি বেড়ে যাবে। দেশ থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাবে।
সাধারণ মানুষ কখনোই অর্থ প্রচার করে না। আর যারা অর্থ পাচার করে তারা আগেও করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। পেপালের অনুমোদন না দিয়ে বা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন না দিয়ে সেই অর্থ পাচার বন্ধ করা যাবে না। যারা অর্থ পাচার করে এবং অর্থ পাচারের সাথে জড়িত, তারা বিভিন্ন উপায়ে অর্থপেচার করে থাকে। যেমন, একজন দুবাই থেকে অর্থ উপার্জন করে সে সেটা যারা অর্থ পাচার করে তাদের কাছে বিক্রি করে দেয়। এবং বাংলাদেশ থেকে তার পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে টাকা প্রদান করা হয়। এটা আপনি বন্ধ করবেন কিভাবে? কিছু লোক আছে যারা শুরুতেই ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, তারা অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু সেটা দেশে দেখাতে পারছে না। কাজেই তাদেরকে সেটা অবৈধ ব্যবহার করতে হ। যদি অনুমোদন থাকতো তাহলে দেশেই সেটা ব্যবহার করত।

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা, আর যারা অর্থ পাচার করে তারা সবসময় করতে থাকে, কিছুদিন আগে একটা নিউজ হয়েছিলো যে বাংলাদেশি অনেকেই আছেন বিটকয়েন এর শুরুর দিক থেকে অনেক বিটকয়েন তাদের কাছে মজুত আছে কিন্তু তারা সেগুলো প্রকাশ করতে পারেনা, আবার এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাবসার নামে লেনদেন করে কিন্তু তাদের প্রধান ইনকাম বিটকয়েন এমন একটি আইটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলো, রাজধানির একটা হোটেলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার জন্যে সেটিও বন্ধ করে দেয়া হয়েছিলো।