Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 24/01/2023, 19:42:49 UTC
আসলে কথা হলো বাঙালি বলতে গেলে অলস একটা জাতি, এরা শুধু অর্থের জন্যেই ফোরামে থাকে। এরা crypto currency নিয়ে এদের গাটাগাটি খুই কম করে থাকে। আমাদের তো crypto currency বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। মাইনিং সাইট হোক আর ট্রেড এর বিষয় হোক আমরা এগুলা বুজি না,  না বুজেই আমরা শুধু অর্থের দিকে চেয়ে থাকি। আমাদের সকালের উচিত দিনে একবার হলেও ফোরামে আসা সিনিয়র ভাইদের পোস্ট গুলা দেখা এবং crypto বিভিন্ন ওয়েব সাইটে থেকে crypto currency সম্পর্কে ধারণা অর্জন করা।
বাঙালি যে অলস এ কথাটা আসলে অসত্য কিছু না আর এটাও অসত্য না যে দিন শেষে সবাই টাকা উপার্জন এর জন্যই ফোরামে ঘাটাঘাটি করে । ফোরামের ঘাটাঘাটি করা এবং থাকা এর মধ্যে আমি মনে করে পার্থক্য আছে যেমন ঘাটাঘাটি করলে এখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে সকল ধরনের ইনফরমেশন পাবে তাছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস সব এখানে পাওয়া যায়। আর থাকা মানে যেমন অনেকেই আছে শুধু বাউন্টি করার জন্য ফোরামে প্রবেশ করেছে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন এটি বেশি করে থাকে।