যাই হোক, যা বলছি এই পোস্ট এ হয়ত আমারেও গুম কইরা দিতে পারে। যদি পোস্ট না করি তাইলে দোয়া কইরেন যেন মরার পর জান্নাত পাই।
ভাই আপনার মনে অনেক দুঃখ সেটা আপনার পোস্ট পড়ে ইতিমধ্যে বুঝতে পেরেছি। আপনি ও আমি ভাই ডাল দিয়ে ভাত খাবো সোজা পথে হেটে যাবো এই নীতির উপর থাকতে হবে। আমরা ভাই খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ হিসেবে দুমুঠো ডাল ভাত পেলেই চলবে। এই ফোরামে দু'চারটে আবেগী কথা বলে কোন লাভ হবে না ভাই। আসুন আমরা সবাই মিলে আত্ম সংযমী হয়ে মিলেমিশে কাজ করি ও বাংলাদেশ থ্রেডকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর হই।
জি ভাই আছি তো ট্রেড এ। ফোন ব্যবহার করতেও এখন ভয় করে। বাংলাদেশ সরকার তো সবার ফোন এর ডাটা এক্সেস করতে পারে। মেসেঞ্জার এ কিছু বল্লেও তার এক্সেস সরকার এর কাছে আছে। হয়ত অনেকেই জানে না বিষয় টা, তবে এইটাই সত্যি।
বেট ৩৬৫ এর মধ্যে যে বেটিং চলত তার এডমিন বাংলাদেশ এর। উত্তরবঙ্গ থেকে তিন জন কে আটক করা হইছিল যারা এর সাথে যুক্ত ছিল। বেটিং আলাদা জিনিশ জানি বাট এই গুলা চলতে চলতে কবে যে ক্রিপ্ট ব্যবহারকারী দের উপর হামলা করে কে জানে।
সতর্ক থাকা ভাল।
কে জানে আমরা সকলে crypto তে আসছি একটা সুন্দর ভবিষ্যৎ এর জন্য । কিন্তু বাংলাদেশ এ crypto যে অবস্থা crypto ইউজার দের ভবিষ্যৎ বাংলাদেশ থেকে কি আসে একমাত্র সৃতিকর্ত ছাড়া কেউ কিছু বলতে পারবে না । বলতে গেলে crypto ইউজার দের একটি অন্ধ গুহার মধ্যে থেকে কাজ করা লাগে । এর মধ্যে দিয়ে বাংলাদেশ crypto তে অনেক যুক্ত আসে । যদি কোনো ভাবে বাংলাদেশ এ ভবিষৎ এ crypto এর বৈধতা আসে তাইলে বাংলাদেশ অর্থনীতিক দিক দিয়া অনেক এগিয়ে যাবে ।।।