জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা
এইটা ভুল আমি মনে করি। বিটকয়েন এর বাংলাদেশে চাহিদা আছে বলেই আমি আপনি বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ভালো দামেও বিক্রয় করতে পারছি। ঘুরে ফিরে আমাদের বিটকয়েনগুলোই কিন্তু মানি লন্ডারিং এ ব্যবহার হচ্ছে। যে কোন সময় এইসব নিয়ে খুব ভালো ঝামেলা পোহানো লাগতে পারে যদি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। আমার ঠিক নাম মনে পরছে না, সম্ভবত ইন্ডিয়ান লোকাল মডারেটর ছিল যিনি আগে বেনসন স্যামুয়েল, উনি রেগুলার একটা পার্টির কাছে বিটকয়েন বিক্রয় করতেন। ওই পার্টি বিটকয়েন দিয়ে কি করে সেটা বেনসন স্যামুয়েল কখনো জানার চেষ্টা করে নি। পরে দেখা গেলো ওই পার্টি মুলত হ্যাকার গ্রুপ। তারা মানুষের ক্রেডিট ডেবিট কার্ড থেকে টাকা নিয়ে সেটা বেনসন স্যামুয়েলকে দিয়ে বিনিময়ে বিটকয়েন নিত। সম্ভবত বেনসন স্যামুয়েল জেলেও গিয়েছেন। কোন অজানা কারনে এখন সেই কাহিনীটা ফোরামে খুব পাচ্ছি না।
আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।