Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 26/01/2023, 15:42:16 UTC
অনেক দিন আগে (prothomalo) তে নিউজ টা দেখিছিলাম। লিংটা দিতে পারলে আর ভাল হত, সবাই পরতে পারত। খুজে পেলে অবশ্যই দিয়ে রাখব।
যেখানেই নিউজটি দেখেন না কেন নিউজটি 2021 সালের  কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ,   বর্তমানে  এটি সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে  আমরা যদি দেখি গত বছরেও এমন নিউজ এসেছে যে বিটকয়েন লেনদেনের জন্য  বাংলাদেশ  আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা  গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন শুনেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী  জুনায়েদ আহমেদ পলক  বিটকয়েন বা  ক্রিপ্ত কারেন্সি কে সমর্থন করছে ,  কিন্তু এখন সেসব কথা কিছুই শোনা যাচ্ছে না .   আমি মনে করি বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং  এর জন্য   ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে   মানি লন্ডারিং  আরো বেশি হতে পারে এর ভয়ে কয়েক দিন যাবত বেশি কড়াকড়ি করা হচ্ছে।
ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি প্রথমআলো প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৫: ০৯
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের ‘না’ প্রথমআলো প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৯: ১৩