Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Alamin9884
on 26/01/2023, 11:01:18 UTC

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা

আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।


ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।
আইন অন্ধ বলে একটা কথা আছে। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কখনও দেখবেনা আপনার কাজ এর পিছনে আপনি দায়ী কি না। আজকাল তো কথার ভিত্তিতে জেল এ ঢুকানো হয়। এই জন্য সবসময় সাবধান থাকা ভাল। সেটা যে ক্ষেত্রেই হোক, সবসময় সাবধান থাকবেন। আর পি টু পি তে তো যে সব কাহিনি হচ্ছে তাতে ক্রিপ্ট ইউজার দের উপর হুট হাট আক্রমন হতে পারে।

ক্রিপ্টেকারেন্সির মালিকানা, সংরক্ষন বা লেনদেন করা অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যংক।  সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যংকের  বৈদেশিক মুদ্রানিতি বিভাগ এ মতামত দিয়েছে। 
সোর্স টা দিলে ভাল হয় নিউজ এর।
অনেক দিন আগে (prothomalo) তে নিউজ টা দেখিছিলাম। লিংটা দিতে পারলে আর ভাল হত, সবাই পরতে পারত। খুজে পেলে অবশ্যই দিয়ে রাখব।