Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 27/01/2023, 15:36:19 UTC

আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আমি বাইনান্স এ বেচা কেনা করার আগে একটা ওয়েবসাইট এ কেনা বেচা করতাম। যা btcwallet24.com এবং অনেক লেনদেন করছি ওখানে। সাইন আপ করার পর উনি আমাকে whatsapp এ নক দেন এবং কোনো প্রকার ডকুমেন্ট ছারাই লেন দেন করতাম। ওনাদের ওয়েবসাইট পরে টেকডাউন করা হয়। এখন আর অনলাইন নেই। তবে ভাইটার নাম্বার আমার কাছে এখনও আছে।
পরবর্তীতে বাইনান্স এ লেন দেন শুরু করি। এখনও করছি তবে দেশের অবস্থা যে দিকে যাচ্ছে তাতে করে বাইনান্স বাদ দিতে হবে।
এই রকম কোনো ডিসেন্ট্রালাইজড অপশন পাইলে ব্যবহার করতে পারেন। তবে এটি ডিসেন্ট্রালাইজড হওয়ার ফলে সিকিউরিটি কম। যারে তারে বিশ্বাস করা জায় না। পি টু পি বিশ্বস্ত কাউকে পেলে লেন দেন করা সহজ হয় এবং আপনার ফুট প্রিন্ট কভার করা সহজ হবে।  তবে করার আগে নিজের মত করে অনুশন্ধান করে নিবেন। যেনো স্ক্যাম এর শিকার না হতে হয়।