Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 27/01/2023, 09:06:22 UTC
⭐ Merited by Crypto Library (1)

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা

আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।


ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।
আইন অন্ধ বলে একটা কথা আছে। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কখনও দেখবেনা আপনার কাজ এর পিছনে আপনি দায়ী কি না। আজকাল তো কথার ভিত্তিতে জেল এ ঢুকানো হয়। এই জন্য সবসময় সাবধান থাকা ভাল। সেটা যে ক্ষেত্রেই হোক, সবসময় সাবধান থাকবেন। আর পি টু পি তে তো যে সব কাহিনি হচ্ছে তাতে ক্রিপ্ট ইউজার দের উপর হুট হাট আক্রমন হতে পারে।

ক্রিপ্টেকারেন্সির মালিকানা, সংরক্ষন বা লেনদেন করা অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যংক।  সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যংকের  বৈদেশিক মুদ্রানিতি বিভাগ এ মতামত দিয়েছে। 
সোর্স টা দিলে ভাল হয় নিউজ এর।
অনেক দিন আগে (prothomalo) তে নিউজ টা দেখিছিলাম। লিংটা দিতে পারলে আর ভাল হত, সবাই পরতে পারত। খুজে পেলে অবশ্যই দিয়ে রাখব।
এরকম খবর প্রতিনিয়ত বাংলাদেশের যেকোন সংবাদপত্রে দেখতে পাওয়া যায়। তবে আমি সব নিউজ বিশ্বাস করি না, কিছু নিউজ রিপোর্টার আছে যারা মনের মাধুরী মিশিয়ে একগাদা ভুলভাল নিউজ প্রচার করে থাকে। কয়েকদিন আগে আমি ইত্তেফাক এর একটি নিউজ আমার মোবাইলের নিউজ পোর্টাল পেজে দেখতে পাই। নিউজটি পড়ে আমি বিস্মিত হয়ে যায়, অনেক আগের একটি নিউজ নতুন করে মনের মাদূরী মিশিয়ে পুনরায় প্রকাশ করেছে। এখানে তারা লিখেছেন বাংলাদেশ থেকে কয়েকজন বাইনান্স পি টু পি সিস্টেম ব্যবহার করে আনুমানিক 25 কোটি টাকার মত বিদেশ পাচার করেছে। নিউজে কয়েকজনের নাম সহ মোবাইল নাম্বার দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জানিনা কতটুকু সত্য তবুও আমরা যারা বাংলাদেশী আছি তারা এটাকে সত্য বলেই ধরে নেব। আপনারা যদি বাইনান্স পিটুপি সিস্টেমটি ব্যবহার করে থাকেন তাহলে নিউজটি পড়ে যার যার স্থান থেকে সতর্কতা অবলম্বন করুন।
ভাই আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে একটি সরকারি প্রতিষ্ঠানের পিয়ন হাজার কোটি টাকা পাচার সহ মেরে দিলেও কোন আইনি ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু আমি আপনি 10 টাকা মেরে দিলে সেই টাকার ঝাল আমার আপনার পিছন দিয়ে বের করবে। যদিও কথাটা শুনতে খারাপ লাগছে তবুও আপনিই বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাচিং করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট সত্য।

আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।