আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আপনি যদি বিটকয়েন অথবা ইউএসডিটি বা অন্য যে কোন ক্রিপ্টোকারেন্সি যেটা বাইন্যান্স এ লিস্টেড আছে, ওইরকম কোন কয়েন বিক্রয় করতে চান আমাকে জানাতে পারেন। মার্কেট রেট থেকে দাম একটু কম পাবেন। যে কোন এমাউন্ট। আমি এইখানে আগে লেনদেন করতাম, পিটুপি আসার পর আর তেমন ক্লায়েন্ট পাই না বলে আমার সার্ভিস বন্ধ করে দেই।
আমার আগের টপিক-
https://bitcointalk.org/index.php?topic=5251387.0