যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
আপনাদের যদি কমিউনিটি ম্যানেজার লাগে তাহলে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ম্যানেজার লাগলে আমি উক্ত পদের জন্য আবেদন প্রার্থী। আমার লেখা ও কমিউনিকেট করার যথেষ্ট যোগ্যতা আছে এবং আমাকে আপনাদের কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে মনে করি।